
বেঙ্গালুরু, ৯ নভেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না। জানিয়ে দিলেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বেঙ্গালুরুতে আয়োজিত দুই দিন ব্যাপী বক্তৃতামালায় রবিবার মোহন ভাগবত বলেন, আমরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা নির্বাচনের রাজনীতিতে অংশগ্রহণ করি না। আমরা রাজনীতি থেকে দূরে থাকি। আমরা নীতিগুলিকে সমর্থন করি এবং বিশেষ করে এখন যেহেতু আমরা একটি শক্তি, তাই আমরা সঠিক নীতিকে সমর্থন করার জন্য আমাদের শক্তি প্রয়োগ করব। ব্যক্তি নয়, কোনও দল নয়, বরং নীতি। উদাহরণস্বরূপ, আমরা অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে চেয়েছিলাম। তাই আমাদের স্বয়ংসেবকরা তাদের সমর্থন করেছিলেন, যারা নির্মাণের পক্ষে ছিলেন। বিজেপি ছিল, কিন্তু কংগ্রেস যদি এটি সমর্থন করত, তাহলে আমাদের স্বয়ংসেবকরা সেই দলকেও ভোট দিত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা