খুব স্পষ্টভাবেই হয়েছে ভোট চুরি, ফের বললেন রাহুল গান্ধী
পাচমাড়ি (মধ্যপ্রদেশ), ৯ নভেম্বর (হি.স.): ফের ভোট চুরির অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার সকালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, ভোট চুরি স্পষ্টভাবে হয়েছে। ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে। ৮টি ভোটে
রাহুল গান্ধী


পাচমাড়ি (মধ্যপ্রদেশ), ৯ নভেম্বর (হি.স.): ফের ভোট চুরির অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার সকালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, ভোট চুরি স্পষ্টভাবে হয়েছে। ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে। ৮টি ভোটের মধ্যে একটি করে চুরি হয়েছে। তথ্য দেখার পর, আমার বিশ্বাস মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। এটি বিজেপি এবং নির্বাচন কমিশনের একটি ব্যবস্থা। আমাদের কাছে আরও প্রমাণ আছে এবং আমরা কিছু সময় পরে তা দেখাব। মূল সমস্যা হল ভোট চুরি এবং এসআইআর হল এটিকে ঢেকে রাখার এবং প্রাতিষ্ঠানিকীকরণের একটি ব্যবস্থা।

রাহুল গান্ধী আরও বলেন, আমাদের কাছে বিস্তারিত তথ্য আছে। এখনও পর্যন্ত আমরা খুব কম তথ্যই দেখিয়েছি, কিন্তু মূল বিষয় হল গণতন্ত্র এবং আম্বেদকরজির সংবিধানের উপর আক্রমণ চলছে এবং সরাসরি প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যৌথভাবে এটি করছেন। এটি দেশ, ভারত মাতার ক্ষতি করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande