প্রধানমন্ত্রী ও নীতীশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাহুলের
পূর্ণিয়া, ৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন রাহুল। রবিবার ব
প্রধানমন্ত্রী ও নীতীশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাহুলের


পূর্ণিয়া, ৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন রাহুল। রবিবার বিহারের পূর্ণিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, আমি হাল ছাড়ছি না। আমি স্পষ্ট করে বলছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট চুরি করছেন। তাদের পূর্ণ প্রচেষ্টা চলছে।

রাহুল আরও বলেন, আমি বিহারের যুবকদের বলছি, ভোটকেন্দ্রে সতর্ক থাকা এবং এমনটা হতে না দেওয়া আপনাদের দায়িত্ব। নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার আম্বানি-আদানির জন্য কাজ করছেন। তাঁরা আপনাদের ভবিষ্যৎ চুরি করার চেষ্টা করছেন, তাই তারা ভোট চুরি করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande