বিহারের উন্নতির মাধ্যমেই বিকশিত হবে ভারত : রাজনাথ সিং
গয়া জি, ৯ নভেম্বর (হি.স.): বিহারের উন্নতির মাধ্যমেই বিকশিত হবে ভারত, জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার বিহারের গয়া জিতে বিধানসভা নির্বাচনের প্রচারে রাজনাথ বলেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী বছরগুলিতে বিহারকে একটি উন্নত বিহারে
রাজনাথ সিং


গয়া জি, ৯ নভেম্বর (হি.স.): বিহারের উন্নতির মাধ্যমেই বিকশিত হবে ভারত, জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার বিহারের গয়া জিতে বিধানসভা নির্বাচনের প্রচারে রাজনাথ বলেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী বছরগুলিতে বিহারকে একটি উন্নত বিহারে পরিণত করবেন নাকি জঙ্গলরাজে ফিরিয়ে নিয়ে যাবেন। ভারত একটি বিকশিত ভারত হতে চলেছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি বিহার 'বিকশিত' হলেই ভারত 'বিকশিত' হয়ে উঠবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যদি কেউ উন্নয়ন আনতে পারে, তবে তা হল এনডিএ, আর কেউ নয়। আরজেডি এবং কংগ্রেসের কথা বলতে গেলে, তারা অযৌক্তিক কথা বলে। তারা জাতি, সম্প্রদায় এবং ধর্মের নামে সমাজের সম্প্রীতি এবং ভ্রাতৃত্বকে ছিন্ন করে রাজনৈতিক সাফল্য অর্জন করতে চায়। আমি দুই-তিন দিন আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, একজন কংগ্রেস নেতার একটি বক্তব্য শুনেছিলাম। তিনি বলেছিলেন 'কংগ্রেস মানে মুসলিম, এবং মুসলিম মানে কংগ্রেস'। কংগ্রেস কতটা রাজনীতিতে ঝুঁকে পড়তে চায়? আমি আমাদের মুসলিম ভাইদেরও এই কথা বলছি। তোমাদের উস্কানি দেওয়া হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে ভাবো।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande