
পাটনা, ৯ নভেম্বর (হি.স.): বিহারের জনগণ এবার বিহারকে আরজেডি-কংগ্রেস মুক্ত করবে। এমনটাই মনে করছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় সিনহা বলেন, সরকার সমস্ত বিহারীর সম্মান ও সমৃদ্ধি চায়। 'এক্স'-এ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের 'রুটি' পোস্টের বিষয়ে তিনি বলেন, বিহারে আরজেডির জাতীয় সভাপতির পদ কেন পরিবর্তন করা হচ্ছে না? শুধুমাত্র একজন দোষী ব্যক্তি বছরের পর বছর ধরে আরজেডির জাতীয় সভাপতি। তাঁকে পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই। যারা বিহারকে অপমান করেছে, এখন বিহারকে এমন ব্যক্তির হাত থেকে মুক্ত করা দরকার।
বিজয় সিনহা বলেন, যতক্ষণ লালু যাদব এবং তেজস্বী যাদবের মতো মানুষ থাকবেন, বিনিয়োগকারীরা আসবেন না এবং বিহারে আমাদের যুবকরা সীমিত কর্মসংস্থানের সুযোগের মুখোমুখি হবে। অতএব, এবার বিহারের মানুষ বিহারকে আরজেডি-কংগ্রেসমুক্ত করবে। প্রতিটি বিহারী গর্বিত হবে। এখনই সময়, এবং সঠিক সময়, যারা বিহারীদের অপমান করে তাদের হাত থেকে নিজেদের মুক্ত করার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা