তৃতীয় অ্যাশেজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
অ্যাডিলেড, ১০ ডিসেম্বর (হি.স.): অ্যাশেজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর। তার এক সপ্তাহ আগেই স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। বুধবার অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই টেস্টে অস্ট্রেলিয়ার
তৃতীয় অ্যাশেজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া


অ্যাডিলেড, ১০ ডিসেম্বর (হি.স.): অ্যাশেজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর। তার এক সপ্তাহ আগেই স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। বুধবার অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এই টেস্টে অস্ট্রেলিয়ার দলে ফিরছেন প্যাট কামিন্স। ফলে তিনি হচ্ছেন দলের অধিনায়ক। এছাড়াও, ইনজুরির সমস্যায় থাকা উসমান খাজা ও নাথান লায়নও দলে জায়গা ধরে রেখেছেন।

তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande