
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে টিম ইন্ডিয়ার দুই মহারথীর দুর্ধর্ষ ফর্মের পর ক্রমতালিকার শীর্ষ দুইয়ে রো-কো। রোহিতের ৭৮১। কোহলির ৭৭৩। তাঁর পরে ৭৬৬ রেটিং নিয়ে কিউয়ি তারকা ডারিল মিচেল। ক্রমতালিকায় চার নম্বরে আফগান তারকা ইব্রাহিম জাদরান। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৪। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান গিল। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর সেঞ্চুরি হাঁকিয়ে ৭২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ বাবর আজম। ৭০৮ পয়েন্ট নিয়ে সপ্তমে আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। ৭০১ পয়েন্ট নিয়ে আটে ক্যারিবিয়ান তারকা শাই হোপ। এক ধাপ উঠে ৬৯০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা। চোটের কারণে দলে না থেকেও শ্রেয়স আইয়ার রয়েছে দশ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৯।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি