
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): ভারত-বাংলাদেশের সীমান্তে ফেন্সিং করতে না পারার দায় পশ্চিমবঙ্গের বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি সংসদে এব্যাপারে মন্তব্য করেন।
তিনি বলেন, “ভারত–বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ২২১৬ কিলোমিটার। এর মধ্যে ১৬৫৩ কিলোমিটার ইতিমধ্যেই ফেন্সিং করা হয়েছে, কিন্তু এখনও ৫৬৩ কিলোমিটার বাকি রয়েছে। এই পুরো অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বাধার কারণে সেখানে ফেন্সিং করা যাচ্ছে না।
অসম, মেঘালয়, ত্রিপুরা- সব আন্তর্জাতিক সীমান্তে ফেন্সিং তৈরি হয়েছে, শুধু পশ্চিমবঙ্গের সীমান্তই বছরের পর বছর খোলা পড়ে আছে অনুপ্রবেশকারীদের জন্য। অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে তৃণমূল সরকার দেশের নিরাপত্তার সাথে খেলা করছে।
অনুপ্রবেশকারীদের লালন পালন করা তৃণমূল সরকারকে খুব তাড়াতাড়ি বিসর্জন দেবে পশ্চিমবঙ্গবাসী।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত