
কল্যাণী, ১০ ডিসেম্বর (হি. স.) : এগিয়ে বাংলা। কোচবিহার ট্রফিতে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জের মুখে বাংলা দল, প্রথম ইনিংসে এগিয়ে গোয়া।
বুধবার এলিট পর্বের ম্যাচে গোয়ার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জের সামনে বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে এদিন প্রথম ইনিংসে মূল্যবান লিড সুনিশ্চিত করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গোয়া। ফলে বাংলার সামনে সরাসরি জয় ছাড়া আর পথ নেই। অন্যতম কারণ, বৃহস্পতিবার খেলার শেষ দিন।
বাংলার ৩২৫ রানের জবাবে গোয়ার প্রথম ইনিংস ১১৩.৩ ওভারে ৩৫২ রানে শেষ হয়েছে। গোয়া -২৭ রানে এগিয়ে থাকে। চিগুরুপতি ভেঙ্কট - ৯৭, আরাধ্য গয়াল - ৫৪ ও মিহির কুডালকর - ৫১ রান করে। অষ্টম উইকেট জুটিতে ১০২ রান যোগ করে গোয়ার লিড নিশ্চিত করে ভেঙ্কট এবং মিহির। ভেঙ্কট ও আরাধ্য সপ্তম উইকেট জুটিতে যোগ করে - ৯৪ রান। রোহিত কুমার দাস ৪ টি, রোহিত ও সচিন যাদব ২টি করে এবং শিবম ভারতী ও অগস্ত্য শুক্লা ১টি করে উইকেট নিয়েছে।
এরপর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩১ ওভারে ৪/১৮৫ রান। অধিনায়ক চন্দ্রহাস দাশ ৬৫ বলে সর্বাধিক - ৬৫ রান করে। অগস্ত্য শুক্লা সূচনা করতে আদিত্য রায়ের জুটি বাঁধে। অগস্ত্য ১৭ বলে - ১২ রান, আদিত্য ২৭ বলে ২১ রান, আত্মজ মণ্ডল ৪৮ বলে ৩৯ রান করেছে। অভিপ্রায় বিশ্বাস ২৬ বলে - ৩৪ রান ও সায়ন পাল ৩ বলে ৮ রানে অপরাজিত। বাংলা দল আপাতত ১৫৮ রানে এগিয়ে। শিবেন বর্কার ২টি ও মিহির একটি উইকেট পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত