
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): টানা দুই বছর আইপিএলে দল পাওয়ার পরেও টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ানোর কারণে শাস্তি পেলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক।
আইপিএলের নতুন নিয়ম অনুসারে, দু’বছরের জন্য এই লিগ থেকে নিষিদ্ধ হলেন ব্রুক। তিনিই হলেন আইপিএলের নতুন নিয়ম চালুর পর প্রথম ক্রিকেটার যিনি নিষেধাজ্ঞার মুখে পড়লেন।
২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। ২০২৪ মরসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটিতে দলে নিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করেন তিনি।
পরের ২০২৫ সালে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করেন ব্রুক। মেগা নিলামে ৬.২৫ কোটিতে তাকে নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আবারও আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন ব্রুক।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি