
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার রাতে কটকের বারাবাতী স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে জসপ্রীত বুমরাহ দ্বিতীয় ভারতীয় হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেট লাভ করলেন ।
ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করার মাধ্যমে বুমরাহ তাঁর উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন।
২০২৫ সালের এশিয়া কাপে ওমানের বিপক্ষে ভারতের লড়াইয়ে ১০০ উইকেট অতিক্রমকারী আর্শদীপ সিংয়ের পর তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন ।
মঙ্গলবারের ম্যাচের আগে, বুমরাহর সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অসাধারণ রেকর্ড হল ৮০টি খেলায় ৯৯ উইকেট, গড়ে ১৮.১১ এবং ইকোনমি রেট ৬.৩৬। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রিজটাউনে আফগানিস্তানের বিপক্ষে ৩/৭, তার সেরা বোলিং পরিসংখ্যান।
তিনি টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি, কেবল আর্শদীপের পরে।
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বাধিক উইকেট শিকারী:
**আর্শদীপ সিং - ৬৮ ম্যাচে ১০৭ উইকেট
**জসপ্রীত বুমরাহ - ৮০ ম্যাচে ১০১ উইকেট
**হার্দিক পান্ডিয়া - ১২০ ম্যাচে ৯৯ উইকেট
**যুজবেন্দ্র চাহাল - ৮০ ম্যাচে ৯৬ উইকেট
**ভুবনেশ্বর কুমার - ৮৭ ম্যাচে ৯০ উইকেট
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি