টানা দ্বিতীয়বারের মতো এমএলএস এমভিপি পুরষ্কার জিতলেন মেসি
মিয়ামি, ১০ ডিসেম্বর (হি.স.) : ইন্টার মিয়ামিকে এমএলএস শিরোপা জেতানো এবং লীগে গোলের দিক থেকে নেতৃত্ব দেওয়ার পর মঙ্গলবার লিওনেল মেসি টানা দ্বিতীয়বার মেজর লীগ সকারের ''মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার'' পুরষ্কার জিতেছেন । ১৯৯৭ এবং ২০০৩ সালে প্রেকির পর
টানা দ্বিতীয়বারের মতো এমএলএস এমভিপি পুরষ্কার জিতলেন মেসি


মিয়ামি, ১০ ডিসেম্বর (হি.স.) : ইন্টার মিয়ামিকে এমএলএস শিরোপা জেতানো এবং লীগে গোলের দিক থেকে নেতৃত্ব দেওয়ার পর মঙ্গলবার লিওনেল মেসি টানা দ্বিতীয়বার মেজর লীগ সকারের 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' পুরষ্কার জিতেছেন ।

১৯৯৭ এবং ২০০৩ সালে প্রেকির পর মেসি প্রথম খেলোয়াড় যিনি টানা দুটি এমভিপি পুরষ্কার জিতেছেন এবং মাত্র দ্বিতীয় এমএলএস খেলোয়াড় যিনি সামগ্রিকভাবে দুটি এমভিপি পুরষ্কার জিতেছেন।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড, যিনি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন, সেই সঙ্গে মরসুমে ২৯টি গোল করেছিলেন এবং এমএলএস গোল্ডেন বুট পেয়েছিলেন।

অক্টোবরে মায়ামির সাথে তিন বছরের চুক্তি সম্প্রসারণ করা মেসি, ২০১৫ সালে টরন্টোর সেবাস্তিয়ান জিওভিঙ্কোর সঙ্গে যোগ দিয়ে নিয়মিত মরসুমে গোল এবং অ্যাসিস্টের ক্ষেত্রে লিগের নেতৃত্ব দেওয়া মাত্র দ্বিতীয় খেলোয়াড়ও হন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande