
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): সন্ত্রাস-সহ নানা বিষয়ে বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীকে এদিন ফোন করেন নেতানিয়াহু। উভয় রাষ্ট্রনেতা ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং পারস্পরিক স্বার্থে এই সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
দুই রাষ্ট্রনেতা সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন এবং সকল ধরণের সন্ত্রাসবাদের প্রতি তাঁদের শূন্য-সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেছেন। তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী মোদী গাজা শান্তি পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন-সহ এই অঞ্চলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ