অরুণাচলে দশ হাজার ফুট গভীর খাদে শ্ৰমিকবাহী ডাম্পার, ২১ জনের মৃত্যুর আশঙ্কা, উদ্ধার ১৯ জনের মৃতদেহ
ইটানগর, ১১ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের আঞ্জাও জেলার অন্তর্গত ভারত-চীন সীমান্তের কাছে উচ্চ-উচ্চতায় অবস্থিত হায়ুলিয়াং-চাগলাগাম সড়ক থেকে শ্ৰমিকবাহী একটি ডাম্পার প্রায় ১০ হাজার ফুট গভীর খাদে পড়ে অসমের ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্ক
অরুণাচলে দশ হাজার ফুট গভীর খাদে শ্ৰমিকবাহী ডাম্পার, ২১ জনের মৃত্যুর আশঙ্কা, উদ্ধার ১৯ জনের মৃতদেহ


ইটানগর, ১১ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের আঞ্জাও জেলার অন্তর্গত ভারত-চীন সীমান্তের কাছে উচ্চ-উচ্চতায় অবস্থিত হায়ুলিয়াং-চাগলাগাম সড়ক থেকে শ্ৰমিকবাহী একটি ডাম্পার প্রায় ১০ হাজার ফুট গভীর খাদে পড়ে অসমের ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 
 rajesh pande