
শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার অপারেশনাল ত্রুটির কারণে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে কমপক্ষে পাঁচটি বিমান বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগোর ৪টি বিমান বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে, অমৃতসরগামী 6E 6165 (সকাল ৯:৪৫), দিল্লিগামী 6E 6761 (বিকেল ৫:৩৫), কলকাতাগামী 6E 6962 (সন্ধ্যা ৬:৪৫) এবং আরেকটি দিল্লিগামী 6E 2449 (রাত ৮:৪০)। এছাড়াও স্পাইসজেটের দিল্লিগামী ফ্লাইট SG 664 (দুপুর ১২:৫৫) বাতিল হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া বিমানের যাত্রীদের পুনরায় বুকিং সংক্রান্ত বা অন্য কোনও সহায়তার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য