খুব খারাপ পর্যায়ভুক্ত রাজধানীর বাতাস
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): দিল্লির বাতাস বৃহস্পতিবারও খুব খারাপ পর্যায়ে থাকল। দীপাবলির পর থেকেই দিল্লি–এনসিআরের বায়ুদূষণ বিপজ্জনক স্তরে রয়ে গেছে। । দিল্লির বিভিন্ন স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত। বৃহস্পতিবার
একিউআই ৩০০ ঊর্ধ্বেই, ‘অতিবিদূষিত’ রাজধানীর বাতাস


নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): দিল্লির বাতাস বৃহস্পতিবারও খুব খারাপ পর্যায়ে থাকল। দীপাবলির পর থেকেই দিল্লি–এনসিআরের বায়ুদূষণ বিপজ্জনক স্তরে রয়ে গেছে। । দিল্লির বিভিন্ন স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত। বৃহস্পতিবার দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়ায় ৩০৭। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) জানিয়েছে, বিকেল ৪টায় মাপা এই সূচক অনুযায়ী রাজধানীর বাতাস অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে।

দূষণের জেরে এদিন সকাল থেকে ঘন ধোঁয়াশায় ঢেকে যায় শহর। দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি শ্বাসপ্রশ্বাসজনিত রোগীদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ।

এনসিআরের অন্যান্য এলাকার ছবিও উদ্বেগজনক। নয়ডার একিউআই ৩২২, গাজিয়াবাদ ৩৪৩, গ্রেটার নয়ডা: ৩০১, সবক’টিই ‘খুব খারাপ’ স্তরে। ফরিদাবাদ (২৫৩) ও পানিপত (২২৮)-এর বাতাসও ‘খারাপ’ স্তরে রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

১২ ডিসেম্বর: আংশিক মেঘলা আকাশ, সকালবেলায় হালকা কুয়াশা। সর্বোচ্চ তাপমাত্রা ২৩–২৫°, সর্বনিম্ন ৭–৯° সেলসিয়াস।

১৩ ডিসেম্বর: আংশিক মেঘলা, কিছু এলাকায় মাঝারি কুয়াশার সম্ভাবনা।

১৪ ডিসেম্বর: সকালবেলায় মাঝারি কুয়াশা, দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ।

সিপিসিবি-র মানদণ্ড অনুযায়ী :

০–৫০: ভালো

৫১–১০০: সন্তোষজনক

১০১–২০০: মাঝারি

২০১–৩০০: খারাপ

৩০১–৪০০: খুব খারাপ

৪০১–৫০০: গুরুতর

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande