১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট বাংলাদেশে
ঢাকা, ১১ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই হবে গণভোট। বৃহস্পতিবার তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন সে দেশের প্রধান নির্বাচন কমিশনার এম এ এ নাসিরউদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জুলাই সনদ অর্থা
১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট বাংলাদেশে


ঢাকা, ১১ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই হবে গণভোট। বৃহস্পতিবার তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন সে দেশের প্রধান নির্বাচন কমিশনার এম এ এ নাসিরউদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

জুলাই সনদ অর্থাৎ সংস্কারের দাবিতে বিরোধীরা গণভোট চেয়েছিলেন। তা একইসঙ্গে করতে রাজি নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে ফলপ্রকাশের দিন এখনও জানানো হয়নি। ঘোষণা অনুযায়ী, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার থেকে প্রতি থানায় ২ জন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। নামবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লক্ষ সদস্য।

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত ৩ লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নথিভূক্ত করেছেন বলে খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande