সুব্রহ্মনিয়া ভারতী-র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অমিত শাহর
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): “আধুনিক তামিল সাহিত্যের স্থপতি সুব্রহ্মনিয়া ভারতী জি-র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতবাবু লিখেছেন, “ঔপনিবেশিক সরকারের নৃশংসতার ম
সুব্রহ্মনিয়া ভারতী


নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): “আধুনিক তামিল সাহিত্যের স্থপতি সুব্রহ্মনিয়া ভারতী জি-র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “ঔপনিবেশিক সরকারের নৃশংসতার মুখোমুখি হয়ে মহাকবি বিপ্লবের জ্বলন্ত শিখা বহন করেছিলেন এবং তাঁর জ্বলন্ত দেশপ্রেমের কবিতা দিয়ে স্বাধীনতা আন্দোলনকে ইন্ধন জুগিয়েছিলেন। একই সাথে, তিনি সামাজিক সংস্কারের মাধ্যমে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত সমাজ গঠনের ভারতের সভ্যতার লক্ষ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাঁর প্রজ্ঞা অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande