কোচবিহার ট্রফিতে বাংলা - গোয়া খেলা ড্র
কল্যাণী, ১১ ডিসেম্বর (হি. স.) : বাংলা ও গোয়ার মধ্যেই কোচবিহার ট্রফিতে খেলা এদিনের খেলা ড্র হল। কাজেই ফলাফল অমীমাংসিত। বাংলাকে নক - আউটে যেতে হলে এরপর উত্তরপ্রদেশকে হারাতেই হবে। কোচবিহার ট্রফিতে ড্র করে গোয়ার বিরুদ্ধে আপাতত বাংলাকে সন্তুষ্ট থাকত
কোচবিহার ট্রফিতে কল্যাণীতে বাংলা দলের খেলোয়াড়রা


কল্যাণী, ১১ ডিসেম্বর (হি. স.) : বাংলা ও গোয়ার মধ্যেই কোচবিহার ট্রফিতে খেলা এদিনের খেলা ড্র হল। কাজেই ফলাফল অমীমাংসিত। বাংলাকে নক - আউটে যেতে হলে এরপর উত্তরপ্রদেশকে হারাতেই হবে।

কোচবিহার ট্রফিতে ড্র করে গোয়ার বিরুদ্ধে আপাতত বাংলাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমিতে গ্রাউন্ডে ওই ম্যাচে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তিন পয়েন্ট নিশ্চিত করেই নক - আউট পর্বে চলে গেল গোয়া। এরপর উত্তরপ্রদেশ খেলার জন্য বাংলাকে অপেক্ষা করতে হবে ।

বৃহস্পতিবার খেলার শেষ দিনে ৪৩ ওভারে ৯/২৫৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে বাংলা। অভিপ্রায় বিশ্বাস ৬৬ বলে - ৭২ রান করে। চিগুরুপতি ভেঙ্কট তিন উইকেট নিয়েছে।

গোয়ার সামনে টার্গেট এদিন ছিল ২২৯ রানের। গোয়া ৭৪.৫ ওভারে ৬ / ১২৬ রান তোলার পর আলো কমে আসে স্টেডিয়ামের খেলায়। অধিনায়ক যশ কাসভাঙ্কর - ৪৩ রান। রোহিত কুমার দাস ও রোহিত দুটি করে উইকেট নেয়। সচিন যাদব ও শিবম ভারতী ১টি করে উইকেট পায়।

এই ম্যাচ ড্রয়ের ফলে বাংলা এলিট গ্রুপ ডি-তে ৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে গোয়া ৪ ম্যাচে ২৩ পয়েন্ট। উত্তরপ্রদেশ ৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম ২টি করে দল যাবে নক-আউটে। আগামী ১৬ ডিসেম্বর থেকে বরেলিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande