
কাঠমান্ডু, ১১ ডিসেম্বর(হি.স.):বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানি দল করাচি সিটিকে ২-০ গোলে হারিয়ে সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ টানা দ্বিতীয় জয় অর্জন করেছে ইস্টবেঙ্গল।
৯ ডিসেম্বর ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে তাদের অভিযান শুরু হয় এবং এরপর প্রতিযোগিতায় তাদের অবিস্মরণীয় রেকর্ড বজায় রাখার জন্য আরেকটি জয় লাভ করে।
খেলার শুরুতেই ইস্টবেঙ্গল এগিয়ে যায়, পঞ্চম মিনিটে সুলাঞ্জনা রাউলের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। হাফ টাইমের কিছুক্ষণ পরই রেস্টি নানজিরি গোল করে লিড দ্বিগুণ করেন।
সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপে ফেডারেশনের শীর্ষ পাঁচটি র্যাঙ্কিং দেশ থেকে একজন করে প্রতিনিধি অংশগ্রহণ করে। এই সংস্করণে ভারত (ইস্টবেঙ্গল), নেপাল (এপিএফ), বাংলাদেশ (নাসরিন স্পোর্টিং ক্লাব), ভুটান (ট্রান্সপোর্ট ইউনাইটেড) এবং পাকিস্তান (করাচি সিটি) এর দলগুলি অন্তর্ভুক্ত রয়েছে।
ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ১৪ ডিসেম্বর, বাংলাদেশের নাসরিন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি