
মুম্বই, ১১ ডিসেম্বর ( হি. স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।
বৃহস্পতিবার বক্স অফিস সূত্রে জানা গেছে, বুধবার মুক্তির ষষ্ঠ দিনে ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে ২৬.৫০ কোটি টাকা। পঞ্চম দিনে আয় ছিল প্রায় ২৭ কোটি টাকা। ছয় দিনে ‘ধুরন্ধর’-এর মোট বক্স অফিস সংগ্রহ পৌঁছেছে ১৮০ কোটি টাকায়।
অন্যদিকে, ‘ধুরন্ধর’-এর সাফল্যের জেরে ধাক্কা খেয়েছে আনন্দ এল রাই পরিচালিত, ধানুষ-কৃতি শ্যানন অভিনীত ‘তেরে ঈশক মে’। প্রথম সপ্তাহে ভালো সাড়া মিললেও দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। বক্স অফিসের হিসাবে, মুক্তির ১৩তম দিনে ছবিটির সংগ্রহ মাত্র ১.৮৫ কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দৈনিক আয়। এ পর্যন্ত ‘তেরে ঈশক মে’ মোট আয় করেছে ১০৭ কোটি টাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক