সংসদে মাতঙ্গিনী হাজরার নামোচ্চারণে বিকৃতি নিয়ে ফের বিতর্ক
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): বাংলা ও বাঙালি বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে গিয়ে একাধিক ভুল নাম বলে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়েছেন বিজেপির সাংসদ, মন্ত্রীরা। এবার সেই তালিকা আরও দীর্ঘায়িত হল। সংসদে মাতঙ্গিনী হাজরার নামোচ্চারণে বিকৃতির জেরে বৃহস্পতিবার বিত
সংসদে মাতঙ্গিনী হাজরার নামোচ্চারণে বিকৃতি নিয়ে ফের বিতর্ক


কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): বাংলা ও বাঙালি বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে গিয়ে একাধিক ভুল নাম বলে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়েছেন বিজেপির সাংসদ, মন্ত্রীরা। এবার সেই তালিকা আরও দীর্ঘায়িত হল। সংসদে মাতঙ্গিনী হাজরার নামোচ্চারণে বিকৃতির জেরে বৃহস্পতিবার বিতর্ক ও প্রশ্ন ওঠে। এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এর কড়া সমালোচনা করেছে।

‘বিজেপি সাংসদ দীনেশ শর্মা সংসদে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার নামোচ্চারণে বিকৃতি আনেন। অভিযোগ ওঠে, বাংলার সঙ্গে যে বিজেপি-র যোগাযোগহীনতার এটাই প্রমাণ। বাংলা বিরোধী বহিরাগতরা যখন অভিনয় করতে যান, তখন এরকমই হয়।

গেরুয়া শিবিরের সাংসদ দীনেশ শর্মা সংসদে বক্তব্য রাখতে গিয়ে উচ্চারণ করলেন ‘মাতা গিনি হাজরা’র নাম! তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নামের এমন বিশ্রী বিভ্রাট স্বভাবতই বাঙালি আবেগে ধাক্কা। আর তা নিয়েই ফের বিজেপির নিন্দায় মুখর হয় তৃণমূল।

একসময় উত্তরপ্রদেশ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু তাঁর রাজনৈতিক জ্ঞান মোটেই তেমন নয়। বহিরাগতরা বাংলার একজন শহিদের নামও ঠিক করে জানেন না! উচ্চারণ করতে পারেন না! বাংলার বীর কন্যার কথা বলতে গিয়ে এত উদাসীনতা!’

প্রসঙ্গত, ‘বন্দে মাতরম’ গান সৃষ্টির ১৫০ বছর উপলক্ষে সংসদের শীতকালীন অধিবেশনে বিশেষ আলোচনা চলছে। আলোচনার সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েকে ‘বঙ্কিমদা’ বলে বিস্তর সমালোচনার মুখে পড়েন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande