তৃণমূলের এক সাংসদের বিরুদ্ধে লোকসভায় বসে ই-সিগারেট খাওয়ার অভিযোগ অনুরাগ ঠাকুরের
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : লোকসভায় বসে নিষিদ্ধ ই-সিগারেট খাচ্ছেন তৃণমূলের এক সাংসদ! অধিবেশন চলাকালীনই সটান উঠে দাঁড়িয়ে নালিশ করলেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করে যথাযথ পদক্ষেপের আর্জি জানান তিনি
লোকসভায় টি এম সি সাংসদের বিরুদ্ধে ই–সিগারেট ব্যবহারের অভিযোগ তুললেন অনুরাগ ঠাকুর


নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : লোকসভায় বসে নিষিদ্ধ ই-সিগারেট খাচ্ছেন তৃণমূলের এক সাংসদ! অধিবেশন চলাকালীনই সটান উঠে দাঁড়িয়ে নালিশ করলেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করে যথাযথ পদক্ষেপের আর্জি জানান তিনি। স্পিকারও ওই সাংসদকে সতর্ক করে দিয়েছেন। জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের কোনও অভিযোগ পেলে তিনি সংসদের যে কোনও সদস্যের বিরুদ্ধেই পদক্ষেপ করবেন।

প্রশ্নোত্তর পর্বের মাঝেই অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, লোকসভা অধিবেশনে ই–সিগারেট ব্যবহারের কোনও অনুমতি কি দেওয়া হয়েছে। অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে ওই সাংসদকে একাধিকবার একই কাণ্ড করতে দেখা গেছে। তাই ঘটনার তদন্ত প্রয়োজন। জবাবে অধ্যক্ষ ওম বিড়লা জানান, সংসদ ভবনে কোনও ধরনের ধূমপানই অনুমোদিত নয়, এমন কোনও প্রথাও নেই। অভিযোগের প্রমাণ জমা দিলে বিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন। একইসঙ্গে সকল সদস্যকে সংসদের নিয়ম–শৃঙ্খলা ও রীতি–নীতি মেনে চলার জন্য আহ্বান জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande