
ভোপাল, ১১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের বালাঘাট জেলাকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নকশালমুক্ত ঘোষণা করা হলো। জেলার বিরসা অঞ্চলের কোরকা ক্যাম্পে শেষ দুই নকশাল দীপক ও রোহিত আত্মসমর্পণ করে অস্ত্র হস্তান্তর করেছেন।
নকশাল দমন শাখার এক আধিকারিক জানান, দীপকের মাথার ২৯ লক্ষ এবং রোহিতের মাথার ১৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দু’জনই মধ্যপ্রদেশ রাজ্য সরকারের পুনর্বাসন নীতির আওতায় আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন।
দীপক ১৯৯৫ সাল থেকে মালাজখণ্ড দলের ডেপুটি কমান্ডার এবং ডিভিসিএম র্যাঙ্কের মাওবাদী হিসেবে সক্রিয় ছিলেন। তার আত্মসমর্পণের মাধ্যমে বালাঘাটে দীর্ঘ ৩০ বছরের সন্ত্রাসের অধ্যায় শেষ হল। জেলা প্রশাসন জানাচ্ছে, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্ধারিত সময়ের আগে অর্জিত নকশালমুক্তির লক্ষ্য।
গত এক মাসে জেলার নকশাল আত্মসমর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে, যেখানে মহিলা নকশাল সুনীতা ও আরও কয়েকজন নেতার আত্মসমর্পণ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য