
মুম্বাই, ১১ ডিসেম্বর (হি.স.): মুম্বই সংলগ্ন থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত তহবিল সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার ইডি এবং মহারাষ্ট্র এটিএস যৌথ তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, এলাকায় একাধিক বাড়িতে হানা দিয়ে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অভিযানের বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি।
তদন্তকারী সূত্র জানা গেছে , এই অভিযান মূলত এনআইএ-র আগের অপারেশনের সূত্র ধরে হচ্ছে। সন্দেহজনক আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ট্রানজ্যাকশন সবই খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের জুনে এটিএস ও থানে গ্রামীণ পুলিশ বোরিভালির পাদঘায় সিমি-র (স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া) প্রাক্তন নেতা সাকিব নচান-সহ ২২ জনের বাড়িতে তল্লাশি চালায়। তখন ১৯টি মোবাইল এবং উগ্রবাদী কার্যকলাপের নথি উদ্ধার হয়েছিল। দুই বছর আগে এনআইএও একই এলাকায় অভিযান চালিয়ে সাকিব নচানকে গ্রেফতার করেছিল, যিনি পরে একটি দিল্লির হাসপাতালে মারা যান। তদন্তে উঠে এসেছিল, সাকিব স্থানীয় গ্রামটিকে ‘আল শাম’ নামে আলাদা রাষ্ট্র ঘোষণার চেষ্টা করেছিলেন এবং স্লিপার সেল তৈরির চেষ্টা চালাতেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য