
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : সোমবার (১৫ ডিসেম্বর) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডান, ইথিওপিয়া এবং ওমান এই তিন দেশের সফরে যাবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদী ১৫-১৬ ডিসেম্বর জর্ডান সফর করবেন। এই সফরে তিনি বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসেনের সাথে দেখা করবেন এবং ভারত ও জর্ডানের মধ্যে সম্পর্কের সকল দিক পর্যালোচনা করবেন এবং আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী ১৬-১৭ ডিসেম্বর ইথিওপিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর ইথিওপিয়ার প্রথম সফর। তিনি ভারত-ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক নিয়ে প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ আলীর সাথে আলোচনা করবেন।
শেষ পর্যায়ে, প্রধানমন্ত্রী ১৭-১৮ ডিসেম্বর ওমান সফর করবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর ওমানে দ্বিতীয় সফর। ওমানের সুলতান ২০২৩ সালের ডিসেম্বরে একটি রাষ্ট্রীয় সফরে ভারত সফর করেন। ভারত ও ওমানের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি, কৃষি এবং সংস্কৃতির ক্ষেত্রে আলোচনা সহ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলির উপর মতামত বিনিময় অন্তর্ভুক্ত থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি