
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। প্রণব মুখার্জিকে একজন মহান রাষ্ট্রনায়ক এবং অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী|
এদিন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে জানিয়েছেন, প্রণব মুখার্জির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। একজন অসাধারণ রাষ্ট্রনায়ক এবং গভীর পাণ্ডিত্যের অধিকারী হিসেবে তিনি কয়েক দশক ধরে অবিচল নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। প্রণব বাবুর মেধা ও চিন্তার স্বচ্ছতা আমাদের গণতন্ত্রকে প্রতিটি পদক্ষেপে সমৃদ্ধ করেছে। এটা আমার সৌভাগ্য যে, আমাদের বহু বছরের আলাপচারিতায় আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ