অরুণাচল সড়ক ট্র্যাজেডি : অসমের ১৪ জন নিহতের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে প্রদানের ঘোষণা প্রধানমন্ত্রীর
গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের আনজাও জেলার অন্তর্গত ভারত-চীন সীমান্তের কাছে হাই-অল্টিটিউড ভূখণ্ডে অবস্থিত হায়ুলিয়াং-চাগলাগাম সরু পাহাড়ি রাস্তা থেকে শ্ৰমিকবাহী একটি ট্ৰাক প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে অসমের ২১ জন শ্রমিকের মৃ
অরুণাচলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের আনজাও জেলার অন্তর্গত ভারত-চীন সীমান্তের কাছে হাই-অল্টিটিউড ভূখণ্ডে অবস্থিত হায়ুলিয়াং-চাগলাগাম সরু পাহাড়ি রাস্তা থেকে শ্ৰমিকবাহী একটি ট্ৰাক প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে অসমের ২১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত শ্রমিকরা উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত গেলাপুখুরি চা বাগানের বাসিন্দা। ইতিমধ্যে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২১ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকৃত ১৪ জন নিহতের নিকটাত্মীয়দের এককালীন দু লক্ষ টাকা করে প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘অরুণাচল প্রদেশের আনজাও জেলায় সংঘটিত এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের জানাই আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এক্স-এ প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা প্রদান করা হবে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande