
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): ৫টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এস আই আর-এর সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে যদিও এস আই আর-এর সময়সীমা বাড়ানো হলো না।
তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তর প্রদেশে সময়সীমা বাড়ানো হয়েছে। এর মধ্যে তামিলনাড়ু ও গুজরাটে এনুমারেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত এবং মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, আন্দামান ও নিকোবরে এনুমারেশন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উত্তর প্রদেশে এনুমারেশন চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
স্বাভাবিক ভাবেই, এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খসড়া তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে যাচ্ছে। তামিলনাড়ু এবং গুজরাটে আগামী ১৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবরে ২৩ ডিসেম্বর বেরোবে তালিকা। উত্তর প্রদেশে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ