
চেন্নাই, ১১ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি-সহ মোট ৯টি রাজ্যে ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশন বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর ) চালাচ্ছে। প্রথমে এই প্রক্রিয়া ৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। অর্থাৎ বৃহস্পতিবার ফর্ম জমা দেওয়ার শেষ দিন।
তামিলনাড়ুর মুখ্য নির্বাচন আধিকারিক অর্চনা পটনায়কের তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট ৬ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৬২৪টি ফর্ম বিতরণ হয়েছে। যা মোট ভোটারের প্রায় ৯৯.৯৫ শতাংশ| এর মধ্যে ৬ কোটি ৩৮ লক্ষ ২৫ হাজার ৮৭৭টি ফর্ম ইতিমধ্যেই আপলোড করা হয়েছে।
তামিলনাড়ুর ৬ কোটি ৪১ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ৪,২০১ জনের কাছে ফর্ম পৌঁছায়নি। বিতরণ হওয়া ফর্মের ৯৯.৯৫ শতাংশ ডিজিটাইজ হয়েছে। মাত্র ২৬,৯৬৭ জন এখনও ফর্ম পূরণের পর জমা দেননি। নির্বাচন কমিশনের সর্বভারতীয় তথ্য অনুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত ১২টি রাজ্যে ৯৯.৯৮% ফর্ম বিতরণ ও ৯৯.৫৯% ফর্ম আপলোড সম্পন্ন হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য