জুনিয়র মহিলা হকি বিশ্বকাপ: ভারত দশম স্থানে শেষ করল, স্পেনের কাছে হেরে গেল
চিলি, ১২ ডিসেম্বর (হি.স.): সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালের সেন্ট্রো দেপোর্তিভো দে হকি সেস্পেডে অনুষ্ঠিত জুনিয়র মহিলা বিশ্বকাপ ২০২৫-এর নবম/দশম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল স্পেনের কাছে ১-২ গোলে হেরেছে। ভারতের হয়ে
জুনিয়র মহিলা হকি বিশ্বকাপ: ভারত দশম স্থানে শেষ করল, স্পেনের কাছে হেরে গেল


চিলি, ১২ ডিসেম্বর (হি.স.): সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালের সেন্ট্রো দেপোর্তিভো দে হকি সেস্পেডে অনুষ্ঠিত জুনিয়র মহিলা বিশ্বকাপ ২০২৫-এর নবম/দশম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল স্পেনের কাছে ১-২ গোলে হেরেছে।

ভারতের হয়ে কনিকা সিওয়াচ (৪১ মিনিট) গোলদাতা এবং স্পেনের হয়ে নাতালিয়া ভিলানোভা (১৬ মিনিট) এবং এস্থার ক্যানালেস (৩৬ মিনিট) একটি করে গোল করেন।

এর ফলে চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত মহিলা জুনিয়র বিশ্বকাপ ২০২৫-এ ১০ম স্থানে প্রতিযোগিতা শেষ করে ভারত।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande