
পালঘর, ১৪ ডিসেম্বর (হি.স.): জাল সোনার গয়না বিক্রি করে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজস্থানের বাসিন্দা পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, দীনেশ মেহতা নামে মুম্বইয়ের এক ব্যক্তি অভিযোগ করেছেন, বাবুলাল ভেলারাম ওয়াঘেলা নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। সেই সূত্রেই অভিযুক্ত জানিয়েছিলেন, নাসিকে একটি মন্দিরের পিছনে খননকাজ চলাকালীন প্রায় ৯০০ গ্রাম সোনার গয়না পেয়েছেন তিনি। সেই গয়না কেনার প্রস্তাব দিলে, দীনেশ তা কিনেও নেন। পরে এক স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে দীনেশ বুঝতে পারেন, গয়নাগুলি জাল। এই ঘটনায় বাবুলাল-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুলালের বাড়ি থেকে ১৫.৪৫ লক্ষ টাকা নগদ উদ্ধারও করা হয়েছে। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ