
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): দুই কিশোরের সঙ্গে বচসার জেরে মৃত্যু হল বছর ১৮-এর এক অটোরিকশা চালকের। পূর্ব দিল্লির শকরপুর এলাকার ঘটনা। অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাল নামে ওই অটোচালক তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, সেই সময়ে দুই কিশোর তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তবে ঠিক কী কারণে অভিযুক্ত দুই কিশোরের সঙ্গে তার বচসা বাধল, তা জানা যায়নি| ঘটনার তদন্ত করছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ