
বীরভূম, ১৪ ডিসেম্বর (হি.স.): বীরভূমে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো| খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মদন লোহার, তাঁর বাড়ি কঙ্কালীতলা এলাকায়। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধোল্টিকুড়ি গ্রামে। তিনি ওই এলাকারই তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই মৃত্যু, এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি উৎসবে গিয়েছিলেন মদন লোহার। এরপর সন্ধ্যা থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রবিবার বেলার দিকে গ্রামের মাঠ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মদন লোহারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ