এম চিন্নাস্বামীতে আবার ফিরতে চলেছে ক্রিকেট
চেন্নাই, ১৪ ডিসেম্বর (হি.স.) : বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গেছে ছয় মাস। দীর্ঘ দিন এই মাঠে ক্রিকেট বন্ধ ছিল। লম্বা সময় পর আবার এই মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। শনিবার এখানে খেলার অনুমতি দিয়েছে কার্না
এম চিন্নাসোয়ামিতে আবার ফিরতে চলেছে ক্রিকেট


চেন্নাই, ১৪ ডিসেম্বর (হি.স.) : বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গেছে ছয় মাস। দীর্ঘ দিন এই মাঠে ক্রিকেট বন্ধ ছিল। লম্বা সময় পর আবার এই মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। শনিবার এখানে খেলার অনুমতি দিয়েছে কার্নাটক সরকার।

গত ৪ জুন আইপিএলের নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের অংশ হতে এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামের চারপাশে হাজির হয় লাখো মানুষ। সেখানেই হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন এবং আহত হন অন্তত ৪৭ জন।

ওই ঘটনার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরও কোনও শীর্ষ পর্যায়ের ম্যাচ হয়নি। গত আগস্টে অনুষ্ঠিত কার্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) টুর্নামেন্ট মহারাজা ট্রফি সরিয়ে নেওয়া হয় মাইশোরে। ফাইনালসহ উইমেন’স বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজনের সুযোগ হারায় এম চিন্নাস্বামী।

প্রায় ১৬ বছর পর ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু এই প্রতিযোগিতায় দিল্লির প্রতিনিধিত্ব করবেন দেশটির ব্যাটিং গ্রেট।

নিরাপত্তা ও লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বিজয় হাজারে ট্রফির ম্যাচ চিন্নাস্বামীতে সরিয়ে আনতে পারে কেএসসিএ। যেখানে রয়েছে দিল্লির ম্যাচও। এমনটা হলে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠে কোহলিকে দ্রুতই খেলতে দেখা যেতে পারে।

বিজয় হাজারে ট্রফির ম্যাচ আয়োজন করতে পারলে, আইপিএলের ম্যাচ আয়োজনের পথেও অনেকদূর এগিয়ে যাবে এম চিন্নাস্বামী। সেই আশাই করছেন কেএসসিএ এর নবনির্বাচিত প্রধান ভেঙ্কাটেশ প্রসাদ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande