
বাঁকুড়া, ১৪ ডিসেম্বর (হি.স.): অল ইন্ডিয়া ইলেকট্রোহোমিও মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে রবিবার এক আলোচনাসভার আয়োজন করা হয় বাঁকুড়ায়। আধুনিক চিকিৎসাব্যবস্থায় ইলেকট্রোহোমিও চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনা হয়। এসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক ডাঃ মৃত্যুঞ্জয় মোদক, পাঁচমুড়া মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক স্বপন মাঝি, অল ইন্ডিয়া ইলেকট্রোহোমিও মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ এস কে বিশ্বাস, স্থানীয় বিধায়ক নিলাদ্রী দানা উপস্থিত ছিলেন।
ডাঃ মৃত্যুঞ্জয় মোদক জানান, এই চিকিৎসা পদ্ধতিতে উদ্ভিদের নির্যাস থেকে তৈরি ওষুধ রোগীর ওপর প্রয়োগ করা হয়, যা পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। দূরারোগ্য অনেক ব্যাধি এতে নিরাময় সম্ভব বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট