
হাওড়া, ১৪ ডিসেম্বর (হি.স.): শনিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হাওড়ার মল্লিক ফটকের একটি ব্লাউজের দোকান। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় দমকলের দু'টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। কোনওমতে রক্ষা পেয়েছে দোকানের উপরে থাকা বাড়ি। কী করে আগুন তা খতিয়ে দেখছে দমকল। আগুন আরও ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।
জানা গিয়েছে, শনিবার রাতে হাওড়ার জিটি রোডে মল্লিক ফটকে একটি ব্লাউজের দোকান থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেন দোকানের উপরের তিনতলা বাড়িতে থাকা মালিক কার্তিক কুণ্ডুকে। তিনি নিচে নেমে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে তিনি আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। তীব্রতা এতটাই ছিল যে, পাশের একটি একটি পানের দোকান ও শাড়ির দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সেই দু'টি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় ব্লাউজের দোকানের উপর তিনতলা বাড়িটি। হতাহতের খবর পাওয়া যায়নি|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ