
বিশাখাপত্তনম, ১৪ ডিসেম্বর (হি.স.): লেলিহান শিখার গ্রাসে শপিং কমপ্লেক্স। রবিবার অন্ধ্রপ্রদেশের গুড়িভাড়ায় ঘটনাটি ঘটে। একাধিক দোকান, বেশ কিছু দামি যন্ত্র পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। হতাহতের খবর নেই|
জানা গেছে, রবিবার ভোরে কৃষ্ণা জেলার গুড়িভাড়া শহরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নেহেরু চক সেন্টারে অবস্থিত একটি বাণিজ্যিক (শপিং) কমপ্লেক্সে আগুন লাগে| আগুন দ্রুত ছড়িয়ে পড়ে| বেশ কয়েকটি দোকান আগুনের গ্রাসে পুড়ে যায়|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরে কমপ্লেক্সের অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। গুড়িভাড়ার বিধায়ক ভেনিগান্ডলা রামু ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেন। আগুন লাগার সঠিক কারণ এখনও নির্ধারণ করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ