
দুর্গাপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): গুগুল ম্যাপ দেখে বাড়ি ফেরার সময় ভুল পথে চলে গেল গাড়ি। আর উল্টো রাস্তায় গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িতে আগুন ধরে যায়| যার জেরে ভষ্মীভূত হয়ে গেল বিলাসবহুল গাড়ি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকসা ব্লকের বামুনাড়া গ্রামে।
জানা গেছে, শনিবার রাতে ধানবাদ থেকে ফিরছিল একটি পরিবার। গুগুল ম্যাপ দেখে চালাতে গিয়ে উল্টোদিকে কাঁকসার মুচিপাড়া- শিবপুর রোডে ঢুকে পড়ে গাড়িটি। তারপরেই দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়ি। দুর্ঘটনার জেরে আগুন লেগে যায় গাড়িতে। চালক বেগতিক বুঝে বামুনাড়ার শেষ প্রান্তে জঙ্গল লাগোয়া পুকুর পাড়ে গাড়ি দাঁড় করিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও দমকল। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন, গাড়িটি ভুল করে ওই রাস্তায় ঢুকে পড়েছিল। দুর্ঘটনার জেরে আগুন লেগে যায়।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা