পানাগড়ে হোটেলের পাঁচিল ভাঙার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে
দুর্গাপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): তৃণমূল নেতার বিরুদ্ধে দলবল নিয়ে দাদাগিরির অভিযোগ। পুকুরপাড়ে হোটেলের নির্মীয়মান পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে সরগরম পশ্চিম বর্ধমান জেলার পানাগড়। অভি
পানাগড়ে হোটেলের পাঁচিল ভাঙার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে


দুর্গাপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): তৃণমূল নেতার বিরুদ্ধে দলবল নিয়ে দাদাগিরির অভিযোগ। পুকুরপাড়ে হোটেলের নির্মীয়মান পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে সরগরম পশ্চিম বর্ধমান জেলার পানাগড়। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে সরব বিজেপি।

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার করিডর বলে পরিচিত পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের কাঁকসার দার্জিলিং মোড়। জিটি রোড থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা রয়েছে, তাই দার্জিলিং মোড় নাম। সম্প্রতি দার্জিলিং মোড়ে দেবীপুর মৌজায় একটি হোটেলের পাঁচিল পুনঃনির্মানের কাজ চলছিল। তারপাশে রয়েছে বিশাল পুকুর। হোটেল মালিক গৌতম ধীবর বলেছেন, কাঁকসার দেবীপুর মৌজার ৩৩৮১/৪৬৮৬ দাগের ১৪ শতক জমিতে রয়েছে আমার হোটেল। বহু পুরোনো আমার হোটেল। সম্প্রতি হোটলের সংস্কারের কাজ চলছে। পাশে পুকুরপাড় আমার পাঁচিল দেওয়া ছিল। সম্প্রতি সেটি ভেঙে পড়ায় নতুন করে পাঁচিল দেওয়ার কাজ চলছিল। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তারপর প্রায় ৩৫ ফুট লম্বা ওই পাঁচিলটি কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ (বন ও ভূমি) আব্দুল আলম খান (পিরু খান), তাদের দলীয় কর্মী ইমরান খান, ইকবাল খান ও হামিদ আলি চৌধুরী পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দেয়। সুবিচারের দাবিতে কাঁকসা থানায় পুলিশে অভিযোগ জানিয়েছি। এদিকে খবর চাউর হতেই ঘটনায় তৃণমূল নেতার দাদাগিরির প্রতিবাদে সরব বিজেপি। ইতিমধ্যে অভিযুক্ত তৃণমূলের কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খানকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। গ্রেফতারের দাবিতে গোটা কাঁকসা পানাগড়জুড়ে পড়েছে পোস্টার।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande