
হোবার্ট, ১৪ ডিসেম্বর (হি.স.) : লিজেল লির বিধ্বংসী ইনিংসে দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে প্রথমবারের মতো উইমেন’স বিগ ব্যাশের শিরোপা জিতল হোবার্ট হারিকেন্স। একাদশ আসরের ফাইনালে পার্থ স্কচার্সকে ৮ উইকেটে হারিয়েছে হারিকেন্স।
হোবার্টের ঘরের মাঠ বেলেরিভ ওভালে শনিবার ২০ ওভারে স্কচার্স করতে পারে ৫ উইকেটে ১৩৭ রান। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক সোফি ডিভাইন।
হারিকেন্স লক্ষ্য ছুঁয়ে ফেলে পাঁচ ওভার বাকি থাকতেই।
৪৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালের সেরা লি। ১০ চার ও ৪ ছক্কায় গড়া দক্ষিণ আফ্রিকান ওপেনারের ইনিংসটি। উইমেন’স বিগ ব্যাশের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি