
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি স): যুবভারতীকাণ্ডে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে মন্তব্যে রাজি নন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এই সঙ্গে জানালেন, তদন্ত যেন সংবাদমাধ্যম-নিয়ন্ত্রিত না হয়, সেই ব্যাপারে সচেতন থাকবেন তাঁরা।
রবিবার সকালে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যুবভারতীর পরিস্থিতি পর্যবেক্ষণে যায় তদন্ত কমিটি। তিনি জানান, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি না ঘটে, তার ব্যবস্থা নেওয়া আমাদের প্রধান কাজ। সেটা করে নিয়ে আমাদের কী বক্তব্য জানাব।
ক্ষতিপূরণ কি দেওয়া হবে? সেই প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের বলেন, “ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, বা কীভাবে দেওয়া যায়, সবই খতিয়ে দেওয়া যায়। এখনই এই নিয়ে মতামত দেওয়া যাবে না। আমরা তদন্ত করছি। আমাদের সরকার বলেছে তদন্ত করতে। আমরা সেটা করছি। প্রাথমিক পর্যবেক্ষণ যথাসময়ে জানানো হবে। কেন বা কীভাবে এই ঘটনা হয়েছিল, তার উত্তরও রিপোর্টে দেওয়া হবে।”
তিনি বলেন, “আমি যখন খেলা দেখতে যাই, তখন সেটার পর্যবেক্ষণ জানাই। আজ আমি এখানে পরিদর্শনে এসেছি। এখানে কী পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম। এখনই মতামত দেওয়া ঠিক হবে না। তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমরা গতকাল রাতেও আলোচনায় বসেছিলাম। এখন এখানকার কী পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম।”
তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। তাঁর স্পষ্ট বক্তব্য, এই কমিটি সব দিকে দেখে-শুনে ব্যবস্থা নেবে। তাঁরা ‘প্রো-অ্যাক্টিভ’। ‘প্রো-রিঅ্যাক্টিভ’ হতে চান না।
মেসি যে পথ দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন, সেই পথ ধরেই তদন্তকারীরা ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে তাঁরা বৈঠকেও বসেন। সব মিলিয়ে বেলা ৩টে ১৫ নাগাদ তদন্ত কমিটি স্টেডিয়াম ছাড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত