
কাজিরঙা (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : শীতের মরশুম। এই মরশুমে অসমের কাজিরঙা জাতীয় উদ্যানে ঝাঁকেঝাঁকে আগমন হচ্ছে পরিযায়ী পাখির। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পরিযায়ী পাখির আগমনে পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গে রূপান্তরিত হয়েছে কাজিরঙা। ফলে বাড়ছে পর্যটকদের ভিড়।
কাজিরঙা জাতীয় উদ্যানের ইস্টার্ন রেঞ্জের আগরাতলি এলাকার সোহোলা বিল একটি প্রধান আকর্ষণ হিসেবে পরিণত হয়েছে। এখানে ভিন্ন প্রজাতির পাখির বৈচিত্র্যের জন্য পর্যটনের জন্য হটস্পট হয়ে উঠেছে। আগরাতলি বনাঞ্চলের জলাভূমি এবং জলাশয়গুলি অ্যাভিয়ান কার্যকলাপের প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হওয়ায় মৌসুমী দর্শনার্থীদের উল্লেখযোগ্য আগমন ঘটছে।
ইস্টার্ন রেঞ্জের বন আধিকারিক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের কাছে জানা গেছে, কাজিরঙার জলাভূমির প্রাচুর্য প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করে। এই জলাভূমি পরিযায়ী বিভিন্ন প্রজাতির পাখিদের জন্য একটি আদর্শ শীতকালীন আশ্রয়স্থল হয়ে ওঠে। তাপমাত্রা কমতে শুরু হওয়ার সাথে সাথে এই প্রাকৃতিক অনুগ্রহ প্রতি বছর বিভিন্ন ধরনের পাখিকে আকর্ষণ করে।
তাঁদের কাছে জানা গেছে, অন্যবারের মতো এবারও অক্টোবরের শুরু থেকেই রাশিয়া, নেদারল্যান্ডস, ইউরোপ, এমন-কি হিমালয়ের পাদদেশ থেকে বার-হেডেড হংস, পিনটেইল হাঁস, কমন ক্র্যান, গ্রেলাগ গুজ, পেলিকান, হোয়াইট-ফ্রন্টেড হংস, নর্দার্ন ল্যাপউইং, বৈকাল টিল, আইবিস, স্পুনবিল-এর মতো প্রজাতির পাখিরা প্রচুর সংখ্যায় আসতে শুরু করেছে। তাঁরা বলেন, নৈসর্গিক জলাভূমি কেবল পক্ষী-দর্শকদেরই আকর্ষণ করে না, এই জসাভূমি বাস্তুবিদ্যা অধ্যয়নরত গবেষকদের জন্য একটি উল্লেখযোগ্য স্থান হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস