
তিরুঅনন্তপুরম, ১৪ ডিসেম্বর (হি.স.): কেরলের তিরুঅনন্তপুরমের পুর নিগমে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বামেদের গড়ে বিজেপির এই জয়লাভে উচ্ছ্বসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রবিবার আত্মবিশ্বাসী মোহন যাদব দাবি করেছেন, কেরলে তাঁর দল আরও বেশি সাফল্য অর্জন করবে। এ দিন তিনি বলেন, তিরুঅনন্তপুরমপুর নিগম নির্বাচনে আমরা জয়লাভ করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি বিশ্বের বৃহত্তম দল হয়ে উঠেছে।
এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, কেরলে বিজেপির জয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ওপর জনসাধারণের আস্থা এবং বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার সাংগঠনিক দক্ষতার ফল। তিরুবনন্তপুরমের পুর নিগমের নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের জন্য নাগরিকদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যেসব কার্যকর্তার নিষ্ঠা এবং নিরন্তর প্রচেষ্টায় কেরলে এই জয় হয়েছে ও অগ্রগতির নতুন অধ্যায় স্থাপন হলো, তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ