
ভোপাল, ১৪ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের চিতাদের নতুন আস্তানা হতে চলেছে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, আগামী বছর বর্ষাকালের আগেই এই কাজ শেষ হবে। মধ্যপ্রদেশের সাগর জেলার নৌরাদেহীতে অবস্থিত এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটিকে চিতার নয়া আস্তানা হিসাবে গড়ে তুলতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর আগে, মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান ও গান্ধী সাগর বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে আফ্রিকা থেকে চিতা এনে রাখা হয়েছিল। প্রজেক্ট চিতা প্রকল্পের অধীনে বর্তমানে কুনো জাতীয় উদ্যানে ২৮টি ও গান্ধী সাগর বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে ২টি চিতা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ