মালদায় গরু পাচারের ছক, গ্রেফতার এক বাংলাদেশি
মালদা, ১৪ ডিসেম্বর (হি.স.): গরু পাচার করতে এসে গ্রেফতার বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুরে। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম রুবেল। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার অকৈলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন সঙ্গীকে নিয়ে গরু
মালদায় গরু পাচারের ছক, গ্রেফতার এক বাংলাদেশি


মালদা, ১৪ ডিসেম্বর (হি.স.): গরু পাচার করতে এসে গ্রেফতার বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুরে। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম রুবেল। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার অকৈলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন সঙ্গীকে নিয়ে গরু পাচারের ছক কষেছিল ধৃত। সন্দেহ হতেই স্থানীয় বাসিন্দারা হবিবপুর থানার পুলিশকে খবর দেন। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই পালানোর চেষ্টা করে রুবেল। যদিও পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃত বাংলাদেশি কয়েকজন সঙ্গীকে নিয়ে গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande