
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): স্টেডিয়াম কাণ্ডে শনিবার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতারের কথা জানিয়েছিল রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। যদিও রাত পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি বিধাননগর পুলিশ। রবিবার ধৃত ওই উদ্যোক্তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়। দুপুর নাগাদ তাঁকে নিয়ে বিধাননগর এসিজেএম আদালতে হাজির হয় পুলিশ। ধৃত উদ্যোক্তাকে মুখ ঢেকে আদালতে নিয়ে আসা হয়।
শতদ্রু দত্তকে হাজির করার সময়ে বিধাননগরে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, শুধু শতদ্রু দত্ত নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের তদন্তের আওতায় আনতে হবে। তাদের এও দাবি, দর্শকদের টাকা ফেরত দিতে হবে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যয় ভার নিতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ