
ইসলামপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি এবং গোলাগুলি। ঘটনায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর। অভিযোগ, দুষ্কৃতীদের গুলির আঘাতে মৃত্যু হয়েছে কৌশেরা খাতুন নামে বছর ১২-র ওই পড়ুয়ার। শনিবার রাতে ইসলামপুর থানার মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রফিক আলম ও নুর আলমের মধ্যে এলাকা দখলের লড়াই চলছিল। এদিকে, রফিকের স্ত্রী গ্রাম পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। অভিযোগ, গতকাল রাতে রফিকের অনুগামী জাহিদ আলমের বাড়িতে বোমাবাজির পাশাপাশি গুলি চালায় নুর আলমের লোকজন। এরপরেই পরিস্থিত উত্তপ্ত হয়ে উঠে। গোলাগুলির জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময়ই গুলিতে গুরুতর জখম হয় কৌশেরা। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ