
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি. স.): “মমতার রাজত্বে পশ্চিমবঙ্গের যুবশক্তির ভবিষ্যৎ, কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত শুধু সুইগি, ব্লিনকিট, জোমাটোর বাইক চালানো।” এই মন্তব্য করে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তৃণমূল আমলের শিল্পায়নকে কটাক্ষ করলেন।
রবিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি জানিয়েছেন, আগে যাই বলে থাকুন, তিনি তাজপুরে গভীর সমুদ্র বন্দর করছেন না। একথা তিনি ১০ই ডিসেম্বর শারদ পাওয়ারের জন্মতিথি উৎসবে সৌগত রায়কে জানান।
আপনি কি আশ্চর্য হচ্ছেন? আমি হইনি। প্রতি বছর ডিসেম্বরে পশ্চিমবঙ্গ সরকার নিউ টাউনে যে তামাশার আয়োজন করে থাকেন তাতে গত বছর মমতা (সম্ভবত) আদানির পায়ে ধরে বলেছিলেন, কিছু একটা প্রতিশ্রুতি দিন তা নাহলে আমার প্রেস্টিজ থাকছে না। উত্তরে আদানি প্রকাশ্যে বলেছিলেন, তিনি তাজপুরে গভীর সমুদ্র বন্দরের কথা বিবেচনা করছেন।
কিন্তু গৌতম আদানীকে কিছু পাগলা কুকুরে কামড়ায়নি যে তিনি পশ্চিমবঙ্গে এত বড় লগ্নী করবেন। কারণ তিনি জানেন, তাজপুরে যাওয়ামাত্র হাজার দুয়েক বেকার তৃণমূলী ক্যাওড়া তার অফিসারদের উপর ঝাঁপিয়ে পড়বে আর চাকরি চাইবে। সঙ্গে তোলা চাইবে। আর মমতার পুলিশকে বললে তারা বলবে, একটু মানিয়ে নিন - এটা কি গুজরাট?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত