
দার্জিলিং, ১৪ ডিসেম্বর (হি.স.): পাহাড়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ। শনিবার রাতে লেবংয়ে পর্যটক নিয়ে যাওয়া সমতলের চারটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় দার্জিলিং সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ি চালকরা। ঘটনা নিয়ে সমতলের পরিবহণ এবং পর্যটন ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সমতলের গাড়ি পাহাড়ের দর্শনীয় স্থানগুলিতে চলতে না দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব সেখানকার গাড়ি চালকরা। টাইগার হিল, সিটং, রক গার্ডেন, লামাহাটার মতো পর্যটনস্থল থেকে সমতলের গাড়িগুলিকে ফিরিয়ে দিয়েছেন সেখানকার গাড়ি চালকরা। এনিয়ে দার্জিলিং জেলা প্রশাসন বৈঠক করেছিল। পাহাড় সমতলের সমস্ত গাড়ি সর্বত্র চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও পাহাড়ে সমতলের গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষোভ বাড়ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ